সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:ডিএনসি ব্রাহ্মণবাড়িয়ার মাদকবিরোধী মোবাইল_কোর্ট অভিযানে তিনজন আসামী গ্রেফতার।গত ০২/০৬/২০২৪ইং তারিখে জনাব মো: তৌহিদুল ইসলাম , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় , ব্রাহ্মণবাড়িয়া এর তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মো: নজরুল ইসলাম ও উপ পরিদর্শক রেজাউল করিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত রেইডিং টিম নিয়ে মাদকবিরোধী মোবাইল কো্র্ট পরিচালনা করে সদর থানাধীন পুনিয়াউট রেলগেট এলাকা হতে ০৩(তিন) জন আসামী কে গাঁজা সেবন রত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/ টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।