শাহ্ জকি সবুজ সংঘ কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লামচর টাইগার্স ক্লাবের জয়।
রিপোর্টর : এমরান হোসেন সোহাগ।
লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শামপুর শাহ জকি সবুজ সংঘ কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জমাদার বাড়ী ঐক্যফ্রন্ট কে হারিয়ে লামচর টাইগার্স ক্লাব জয় লাভ করে। উক্ত খেলায় বিজয়ী লামচর টাইগার্স ক্লাব এর সভাপতি সুমন মেসি, সাধারণ সম্পাদক মাহাবুব আলম পলাশ, টিম মেনেজার মোহাম্মদ আলী এবং কোর্স আলজাসিম ব্যালা তাদের দল বিজয়ী হওয়ায় আনন্দ প্রকাশ করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জকি সবুজ সংঘের উপদেষ্টা আহসান হাবীব (সপ্তু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জকি সবুজ সংঘের সভাপতি কাউসার হামিদ, সহ-সভাপতি মোঃ শাহিদুল ইসলাম (সহেল),রাইজিং ফুটবল একাডেমির সহ-সভাপতি মনির হোসেন বাবলু, মনজুরুল আলম, আব্দুল করিম, শাহ আলম, হাসান সুমন, নজরুল ইসলাম, গোলাম আজিজ, শাহ জকি সবুজ সংঘের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ- সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শাহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত খেলায় বিজয়ী দল লামচর টাইগার্স ক্লাব এর পক্ষে অংশগ্রহণ করেন, ইন্দোনেশিয়ান খেলোয়াড় নাইয়ান ও ভারত এর খেলোয়াড় সাইওয়েন , খেলায় পরাজিত দল জমাদার বাড়ী ঐক্য ফ্রন্ট এর পক্ষে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নিসান ও অনিক।