

শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১ইং এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ মর্মান্তিক
ঘটনা ঘটে।
নিহতরা হলো, শিবপুর উপজেলার সোনাকুড়া গ্ৰামের
আবুল কাশেমের মেয়ে, সোহা আক্তার (১০)
এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্ৰামের বাবলুর
মেয়ে, হাবিবা আক্তার (৯)
তারা সম্পর্কে মামাতো, ফুফাতো বোন।
স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা
হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশে
মজিবরের পুকুরে গোসল করতে যায়।
পুকুরে নামার পর সোহা ও হাবিবা পানিতে তলিয়ে যায়।
একপর্যায়ে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে লাশ উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক দুজন কেই মৃত ঘোষনা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন। সম্ভবত সাতার না জানার কারনেই
পুকুরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
অভিভাবক দের আবেদনের কারনে পোস্ট মর্টেম
ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।