
সিগারেট খাওয়া নিয়ে অভদ্রতা
বেয়াদবি -শাসন করতে গিয়ে ফলাফল,
স্টাফ রিপোর্টার
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা কেরানীগঞ্জ
সিগারেট খাওয়া নিয়ে অভদ্রতা বেয়াদবি করে এলাকার বিভিন্ন মেয়েদের উত্যক্ত করায় রিদয় নামের এক যুবক বাধা দিয়ে শাসন করতে গেলে এই ঘটনা ঘটে,
মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানা অধীনে নিমতলা ছোট শিখারপুর গ্রামের দীন ইসলাম এর ছেলে রিদয় (২৬/২৭)
এলাকার এক বখাটে ছেলে মাস্তানি ভাব নিয়ে মুরুব্বী দের সামনে সিগারেট হাতে নানা ভংগিতে ধুমপান করে এবং রাস্তায় এলাকার মেয়েদেরও নানাভাবে উত্যক্ত করা অবস্থায় রিদয় নামে যুবক বাধা দিতে গেলে কথা কাটাকাটি হয়,রাগারাগী ঠ্যালা ধাক্কা হয় পরে এলাকার সিনিয়রদের সহযোগিতায় মিটিয়ে দিলে- বখাটে ছেলে দৌড়ে এসে পিছন থেকে ধারালো ট্যাটা(মাছ ধরার শূল) দিয়ে সজোরে আঘাত করে জখম করেন,
ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়,
এবতাস্থায় এলাকার দুই চার জন মিলে আহত রিদয় কে নিকটস্থ ইছাপুরা হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা চালায়,এই ঘটনা কে কেন্দ্র করে আহত রিদয়ের মা শাহানাজ বেগম বাদী হয়ে সিরাজদীখান থানায় অভিযোগ দায়ের করেন,
আহত রিদয়ের মা শাহানাজ জানান আমার ছেলে মরেও যাইতে পারতো আল্লাহ বাচিয়েছেন আমি বিচার চাই।