সোনারগাঁও পবিত্র মিরাজুন্নবী (সঃ) উপলক্ষে ভিটিকান্দী মদিনার কাফেলা সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে পবিত্র মিরাজুন্নবী (সঃ) উপলক্ষে ভিটিকান্দী মদিনার কাফেলা সংঘের উদ্যোগে ৫ম বার্ষিকী আজিমুশ্বান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৮ জানুয়ারী বুধবার বাদ আসর হইতে গভীর রজনী পর্যন্ত শম্ভুপুরা ইউনিয়ন ভিটিকান্দী বাইতুল নুর জামে মসজিদ সংলগ্নে মদিনার কাফেলা সংঘের উদ্যোগে ৫ম বার্ষিকী আজিমুশ্বান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভিটিকান্দী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো.নজরুল ইসলাম(রুপচান)সরকারের সভাপতিত্বে
উক্ত ওয়াজ দোয়া ও মাহফিলে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মো.বজলুর রহমান সিআইপি ও পরিচালক এফবিসিসিআই বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক।
এসময়ে উপস্থিত ছিলেন,প্রধান বক্তা আন্তজাতিক ইসলামি স্কলারস মুনাজেরে সুন্নাহ ওয়াল জামায়ত,লেখক ও গবেষক হযরত মাওয়ালানা শহিদুল্লাহ বাহাদুর (দঃ বাঃ আঃ) প্রতিষ্ঠাতা ইমাম আযম( রহ) রিসার্চ সেন্টার চট্রগ্রাম।
প্রধান আকর্ষনঃ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাজারো যুবকের আইডল পি,এইচ,পি সত্যের সন্ধানে সম্মানিত পরিচালনায়,আল্লামা আবদুল মোস্তফা রাহিম আল আজহারী (দঃ বাঃ আঃ) প্রতিষ্ঠাতা ইসলামি রিসার্চ সেন্টার নারায়ণগঞ্জ।
বিশেষ বক্তাঃ বিশিষ্ট ইসলামিক আলোচক তরুণ বিশিষ্ট আলেমদ্বীন তরুন ইসলামিক আলোচক,
হযরত মাওলানা মুফতি রুহুল আমিন নেছারী।
আরো উপস্থিত ছিলেন,অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভিটিকান্দী এলাকার সহ দূর দূরান্তের মুসল্লী এলাকার ময়মুরুব্বিগণ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা ছিলেন,হযরত মাওলানা ইমাম হাসান মোহেব্বি চরগোয়ালদী।
হামনাত,পরিচালনায় ছিলেন,হাফেজ মো.নাঈম হাসান পেশইমাম ভিটিকান্দী বাইতুল নূর জামে মসজিদ।
আয়োজনে ছিলেন,ভিটিকান্দী এলাকাবাসী