চাটখিলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
চাটখিল প্রতিনিধি
চাটখিল উপজেলার ০১ নং শাহাপুর ইউনিয়নের মোমিনপুর ও পার্শ্ববর্তী ভাটিয়ালপুর গ্রামে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে ২’শ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হান্নান পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মোর্শেদ আলম, সাংবাদিক এমরান হোসেন, জসিম উদ্দিন রাজু, শিল্পী হাসান সজীব, সমাজসেবক মো: মনির হোসেন, সমাজসেবক কাজী নজরুল ইসলাম, প্রবাসী মাসুদ আলম, মোস্তফা, বাবসায়ী সোহেল, বাচ্চু ও রনি প্রমুখ উপস্থিত ছিলেন। চাটখিল ও রামগঞ্জ উপজেলায় আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ‘মানুষ মানুষের জন্য ‘ সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য
মোর্শেদ আলমকে সভাপতি, মনির হোসেন বাবুল ও হাছান সজীবকে সহ-সভাপতি এবং এমরান হোসেন সোহাগকে সেক্রেটারি ও মাসুদ আলমকে প্রচার সম্পাদক করে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সেক্রেটারি এমরান হোসেন সোহাগ বলেন, এই সংগঠনের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য ইতোমধ্যে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায় আমরা এই সংগঠনের উদ্যোগে চাটখিল ও রামগঞ্জে অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।