

শিবপুরে মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন
আবুনাঈম রিপন :
নরসিংদীর শিবপুর উপজেলার বাঁশ বাজার সংলগ্ন শিবপুর আসনের বিএনপির এমপি প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নিজ বাড়ি ও দলীয় অফিস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ইং মার্চ শনিবার, বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমনের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর পৌর সভা বিএনপির সভাপতি এড, মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, যুগ্ম আহবায়ক নইম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক ও পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদস্য মাহবুব খান, আলমগীর হোসেন, উপজেলা যু্বদলের সাবেক আহবায়ক প্রফেসর মোজাম্মেল হক মোল্লা, বর্তমান আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হোসেন, উপজেলা মহিলাদলের সভাপতি মমতাজ সরকার, সাধারণ সম্পাদক ফারজানা হক কামনা প্রমুখ।