

জাহাঙ্গীর হোসেন ফেনী প্রতিনিধি:
দাগনভূঞা প্রেসক্লাবের ২০২৫ সালের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলায় পরিণত হয়েছে।
শুক্রবার বিকালে দাগনভূঞা স্টার রেডিসন কনভেনশন হলে প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন রনির যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইয়াসিন সুমন, উপজেলা জামায়াতের সাবেক আমির এ এস এম নুর নবী দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমেদ ডিপলু, এসএ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, আজিম উদ্দিন প্রমুখ।
এসময় সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মজুমদার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সভাপতি সাংবাদিক আবু তাহের আজাদ, আজিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হুদা হুদন, ব্যবসায়ি ইসমাইল হোসেন, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ হাইস্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দিন চৌধুরী, তরুন সংঘের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর উল্যাহ, দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মন্নান মুন্না, দৈনিক জাতীয় নিশান সম্পাদক ইয়াকুব নবী ইমনসহ বিভিন্ন ব্যবসায়ি ও শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
শেষে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা এম এ কুদ্দুস।