লক্ষ্মীপুর,জেলা রামগতি সড়ক ভবানীগঞ্জ কলেজ দক্ষিণ পাশে হাই বেপারী শাকু প্রধান সড়কে মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হন।


লক্ষ্মীপুর,জেলা রামগতি সড়ক ভবানীগঞ্জ কলেজ দক্ষিণ পাশে হাই বেপারী শাকু প্রধান সড়কে মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হন।
মোঃ রাসেল( জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর)
সোমবার (২০ মে) রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হলেন- মোটরসাইকেলে আরোহী মোঃ সিরাজ( ৩৫) পিতাঃ নুরুল আমিন( ড্রাইভার) ২১নং টুমচর ইউনিন বাসিন্দা। সদর মডেল থানা, সাব ইন্সপেক্টর বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন সোমবার রাত ৯টার দিকে ৯৯৯ কল পেয়ে একটি মোটরসাইকেল ও আরোহী রাস্তার উপরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি কি গাড়ি মোটরসাইকেলটাকে ধাক্কা দিয়েছে, আমরা বিভিন্ন সিসি ক্যামেরা পর্যালোচনা করে সঠিক ইনফরমেশন কালেকশন করব আমরা এতে এক জন মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category