

সন্দ্বীপে নারী প্রগতির উদ্যোগে মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে পরিকল্পনা সভা
মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ (চট্টগ্রাম)
২৫ মে শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সমাজে নারীদের এগিয়ে যাওয়ার সংগ্রাম, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর অপ্রতিরোদ্র এগিয়ে যাওয়া, যৌতুক বাল্য বিবাহ রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে এনাম নাহার মোড় শাখায় কমিনিউটি ফোরামে সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিনিউটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পী।সঞ্চালনায় করেন কমিনিউটি ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার আতাউল হাকিম।
উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ অঞ্চলের প্রধান শামসুদ্দিন, সহ প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, নাট্যকার কামাল উদ্দিন তালুকদার, শিক্ষক সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, নারী প্রগতি সংঘের কমিনিউটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা বেগম, প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, ইউপি সদস্য পারুল বেগম, সাবেক ইউপি সদস্য লিটন মেম্বার, সমাজকর্মী কাজী শরিফ উদ্দিন, মাস্টার মানিক মজুমদার, শাহাজাহান, নারী নেত্রী সুনীতি রানী দাশ, নীলা রাণী, কাজল রায় প্রমুখ।