শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
ফরিদপুরের বোয়ালমারীতে নার্সের অবহেলায় শিশুর মৃত্যু
/ ২২৮ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১২:২১ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীতে নার্সের অবহেলায় শিশুর মৃত্যু

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।

ফরিদপুরের বোয়ালমারীতে এক নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের উজ্জ্বল শরীফের স্ত্রী বৃষ্টি বেগম বুধবার সন্ধ্যায় নিজবাড়িতে একটি পুত্রসন্তান জন্ম নেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর কান্নাকাটি না করায় প্রসূতি ও নবজাতককে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।

এ সময় কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম শুভ প্রাথমিক চিকিৎসা দিয়ে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি রাখেন। ওইদিন রাত ৩টার দিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে শিশুটির দাদি শেফালী বেগম কর্তব্যরত সিনিয়র সেবিকা কোহিনুর বেগমের কাছে অনুরোধ করেন শিশুটিকে দেখার জন্য। নার্স কোহিনুর বেগম আসছি বলেও দীর্ঘ সময় ওয়ার্ডে না এলে নবজাতকের দাদি নিজেই শিশুটিকে নিয়ে ডিউটি রুমে ছুটে আসেন। এ সময় কোহিনুর বেগম তাদের সাথে রূঢ় আচরণ করে ডিউটি রুম থেকে বের করে দেন।

শিশুটিকে নিয়ে স্বজনরা ছুটে যান চিকিৎসক কোয়ার্টারে ডা. শুভর বাসায়। সেখানে দরজায় নক করেও চিকিৎসকের সাড়া না পেয়ে পুনরায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। হাসপাতালের সিনিয়র নার্স কোহিনুর বেগম বলেন, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। বাচ্চাটিকে আমি একাধিকবার দেখেছি। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার অবহেলা করা হয়নি। যে অভিযোগ করা হয়েছে সঠিক না।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এন এম নাহিদ আল রাকিব জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। অভিযুক্ত নার্সকে সাময়িক কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে নার্সদের কোনো বাচ্চাটির চিকিৎসার ব্যাপারে অবহেলা ছিল কিনা সেটা পরে জানাতে পারবো। চিকিৎসার ব্যাপারে অবহেলা থাকলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লব কুমার দাস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page