শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
/ ২০২ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বংশ পরম্পরায় কা’বা শরীফের চাবির দায়িত্বে থাকা, সায়্যিদুনা হযরত উসমান ইবনু তালহা (রা.) এর ১০৯ তম প্রতিনিধি শায়খ সালিহ আল শা’ইবাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবূল করুন।

মক্কায় থাকাবস্থায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে প্রবেশ করতে চেয়েছেন। কিন্তু সে সময়ে চাবির দায়িত্বে থাকা উসমান ইবনু তালহা নবীজির জন্য কাবা ঘর খুলে দিতে অস্বীকার করেন (তখনও তিনি মুসলমান হন নাই)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন একদিন এই চাবি আমার হাতে আসবে, আর আমি যার কাছে চাইব তার হাতে এর দায়িত্ব প্রদান করব। মক্কা বিজয়ের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনু তালহার কাছে চাবি চাইলেন। উসমান ইবনু তালহা রা. ঘরে গিয়ে তার মায়ের কাছ থেকে চাবি নিয়ে আসেন। তাকে নিয়ে নবীজি কাবা ঘর খুলে ভেতরে প্রবেশ করেন এবং পরিস্কার-পরিচ্ছন্ন করেন। সেখান থেকে বের হয়ে হযরত উসমান ইবনু তালহার হাতে চাবি দিয়ে বলেন
خذوها يا بني طلحة خالدة تالدة، لا ينزعها منكم إلا ظالم»
চিরদিনের জন্য তোমরা এ চাবির দায়িত্ব গ্রহণ করো। যে তোমাদের কাছ থেকে এ চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে সে যালিম। (সীরাত ইবন হিশাম) এখন পর্যন্ত কাবা শরীফের চাবির দায়িত্ব হযরত উসমান ইবনু তালহা রা. এর বংশেই আছে।

হযরত উসমান ইবনু তালহা রা. মক্কা বিজয়ের আগে ৮ম হিজরীতে ইসলাম গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page