

গাজায় ইসরাইলি আগ্রাসনে ১০ মাসে সাড়ে ১৬ হাজার শিশু নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গত ১০ মাসে ১৬ হাজার ৪৫৬ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গাজার মিডিয়া অফিস।
স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও
টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত ১০ মাসে ৩ হাজার ৪৮৬টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই সময়ে ৩৯ হাজার ৮৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৪৫৬ জন শিশু এবং ১১ হাজার ৮৮ জন নারী। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৯২ হাজার ১৫২ জন।
এছাড়া গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামালায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর ১ দশমিক ৮ শতাংশ মানুষকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ৭৫ শতাংশই ৩০ বছরের কম বয়সী মানুষ।
এর আগে গত শনিবার (১০ আগস্ট) গাজার একটি স্কুলে ইসরাইলের বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ।
ইসরাইলের এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট পার্থী কামালা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন। তিনি বলেছেন, শনিবার গাজার স্কুলগুলোতে ইসরাইলের হামলার জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা অ্যাকশন ফর হিউম্যানিটি বলেছে, গত সাত দিনে গাজার সাতটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের উচিত, ইসরাইলের অস্ত্র রফতানি বন্ধ করে দেওয়া। কারণ এসব অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে।
সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।