

সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার আয়োজনে পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় দেবিদ্বার নিউ মার্কেট স্বপ্নীল টাওয়ারে হোটেল ডায়নায় এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা এমরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-বি-পাড়া সার্কেল) মোঃ শাহিন, সিটিভি নিউজ এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক তাপস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কমিটির দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রচার সম্পাদক মোঃ জসীম উদ্দিন।
উক্ত পরিচিত সভা ও ইফতার মাহফিলে মোঃ রাশেদুল আল আমিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকালের দেবিদ্বার প্রতিনিধি ও দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, দৈনিক গোমতীর বার্তা পত্রিকার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি শাহিন আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা সভাপতি এন এ মুরাদ প্রমখ।
উক্ত অনুষ্ঠানে মোঃ ফখরুল ইসলাম সাগরকে সভাপতি, মোঃ ফারুক হোসাইন জনিকে সাধারণ সম্পাদক ও মোঃ আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মোঃ শাহজাদা এমরান।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন দুলাল, ওমর ফারুক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, প্রচার সম্পাদক রাশেদুল আল আমিন, নির্বাহী সদস্য মোঃ নওশাদ চৌধুরী, ইব্রাহীম মুন্সী ও আসিফ সরকার।