শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে কুমিল্লা সেনানিবাসে ইফতার মাহফিল
/ ৩৬ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ,নিজস্ব প্রতিবেদক:
রোববার (২৩ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গণঅভ্যুথানে আহত ৪ শতাধিক ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসের মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (২৩ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গণঅভ্যুথানে আহত ৪ শতাধিক ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসের মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে আহতদের সঙ্গে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।
মহতী এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও ৬৩ জন এ চিকিৎসা সহায়তা পেয়েছেন। যাদের মধ্যে ২ জন এ মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এ সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য গর্ববোধ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page