
অবৈধ পলিথিন নিষিদ্ধ
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান
মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা
মাগুরা শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী।১নভেম্বর দুপুরে উপজেলার খামারপাড়া বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।ব্যবসায়ীদেরকে জরিমানা প্রদান করা হয়।এসময় অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথি জব্দ করা হয়।অভিযান শেষে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,,পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৩ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।পহেলা নভেম্বর থেকে সরকারি নির্দেশ পলেথিন নিষিদ্ধ। ব্যবসায়ী প্রতিষ্ঠান,আড়ৎসহ বিভিন্ন দোকানে শ্রীপুর উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে।শ্রীপুর উপজেলাকে পলিথিন মুক্ত উপজেলা হিসেবে গড়তে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
