চুয়াডাঙ্গায় ট্রেনেকাটা যুবতির মৃত্যু।

চুয়াডাঙ্গায় ট্রেনেকাটা যুবতির মৃত্যু।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনের অদুরে ট্রেনেকাটা অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার করেছে দর্শনা হল্ট জিআরপি পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে বা ভোরে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা হল্ট জি আর পি পুলিশ জানায় রাতে বা ভোরের দিকে যাতায়াত কারি কোন এক ট্রেনেকেটে (নকশিকাঁথা, সিমান্ত,চিত্রা) (৩০) বছর বয়সি এক যুবতির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসিরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জিআরপি পুলিশ আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে।
দর্শনা জি আর পি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান লাশের কোন পরিচয় না পাওয়ায় ঐদিন বেলা ১১ টার দিকে লাশ চুযাডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
মোঃ মিঠুন মাহমুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯২২৩০৯২৯৯
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
