
জরুরী ভিক্তিতে একটি কিডনি বিক্রিয় করা হবে রক্তের গ্রুপ B(+ve
স্টাফ রিপোর্টার: স্বপন দাস
১৬, অক্টোবর ২০২৪ খ্রী:
জরুরী ভিক্তিতে একটি কিডনি বিক্রিয় করা হইবে রক্তের গ্রুপ বি পজেটিভ, এই লেখাটি লিফলেটের কপি খানা কিডনি হাসপাতালের পাশের একটি দেওয়ালে লাগিয়ে রাখা হয়।
মিরপুর ২ কিডনি ফাউন্ডেশন ও হার্ট ফাউন্ডেশন পাশ্বে মেইন রোডে সামনের দেওয়ালে দেখতে পাই একটি লিফলেট আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে নাম নেই মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। তাতে লিখা রয়েছে – জরুরী ভিত্তিতে একটি কিডনি বিক্রয় করা হইবে রক্তের গ্রুপ বি পজেটিভ। একটি মানুষ কতটাই না বিপদে পড়লে তা নিজের কিডনি বিক্রয় করতে বাধ্য হয়। সে-ই মানুষটির পরিবারের এত টা অভাব ও কষ্টে দিন গুনছে, কাজ নাই অর্থ নেই আছে শুধু যন্ত্রণা। একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারি কতনা কষ্ট তার পরিবার রয়েছে। আমারা কি করতে পারি।
বাংলাদেশে কি আমাদের কিছুই করার নেই, বাংলাদেশ এতোটাই অনেক মানুষের আভাব এবং দারিদ্র্যতা যে আমাদের দেশের সরকার কি করতে
পারছেন না।
কোথায় গেল আন্দোলন ? এখন দেখছি দারিদ্র্যতার বিমোচন এর আন্দোলন করা দরকার বাংলাদেশে।
