পর যখন আপন মাধুরী রানী সাধু

পর যখন আপন
মাধুরী রানী সাধু
৷৷
মোঃ রাজু আহম্মেদ
পর কখনও আপন হয়না
কে বলেছে শুনি?
পরকে ধরে আমরাই তো
নতুন স্বপ্ন বুনি।
আপন ছেড়ে পরকে নিয়েই
পথ চলতে শিখি,
দুঃখ-কষ্টের মধ্য দিয়ে
জীবন গল্প লিখি।
পর মানুষটা আপন করা
জীবনচক্রের খেলা,
গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে
যায় যে সারাবেলা।
মানবজীবন আজব বটে
আপন কিছু নাই,
পরের জন্য হৃদয় কাঁদে
নিজের কী আর চাই!
(২২ নভেম্বর ২০২৪)
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
