
ব্রাহ্মণপাড়া সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত
মোঃ শরিফ খান আকাশ ।
ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স,ম,আজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহমেদ, অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ রানা,মৎস্য অফিসার জয় বনিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম,ব্রাহ্মণপাড়া বৈষম্য আন্দোলনের সমন্বয়ক শাকিল আহমেদপ্রমূখ। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সংগঠনের প্রধানগণ শিক্ষক, ইমাম,ও সাংবাদিকবৃন্দ।
