
মানিকগঞ্জে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রিদয় চৌধুরী
বিশেষ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ৮ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী সেতুর পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গার্মেন্টসকর্মী তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথী আক্তার (৩৮), ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম (৩২) ও সমেসঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তর (২৫) ।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন- পারভীন (২৫), রেহেনা (২০), সোনালী (২৫), লিপি (২৪), সাথী (২১), হালিমা (২২), সুমন (৩২) ও রুপা (৩০)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে ২৫ কিলোমিটার দূরবর্তী তারাসীমা গার্মেন্টসের শ্রমিকবাহী মিনিবাস (ঢাকা-মেট্রো-জ ১১-০২৪২) ও পাথরবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট ২০-৭৭৯০) সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
ওসি আরও জানান, সকালে বৃষ্টির মধ্যে বোয়ালী সেতু অতিক্রমকালে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। ট্রাকের আঘাতে বাসের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেছে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করা হয়।
