
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আনসার ভিডিপি’র ব্রিফিং অনুষ্ঠিত
মোঃ রাজু আহম্মেদ :পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আনসার ও ভিডিপি’র সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যলয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুনের সভাপতিত্বে ও আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন।
এদিকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায় , খুলনার পাইকগাছা উপজেলায় এবার ১৩০টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে পাইকগাছা পৌরসভায় ৬টি, ১নং হরিঢালী ইউনিয়নে ১৮টি, কপিলমুনি ইউনিয়নে ১৬টি, লতায় ৯টি, দেলুটিতে ১০টি, সোলাদানায় ১০টি, লস্করে ১৪টি, গদাইপুরে ৭টি, রাড়ুলীতে ১৮টি, চাঁদখালীতে ১২টি ও গড়ইখালী ইউনিয়নে ১০টি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাশ জানান, উপজেলায় মোট ১৩০টি পূজা মন্দিরে মোট ৮৩৪ জন আনছার ভিডিপি’র সদস্য সারভক্ষণিক ডিউটি পালন করবে। এছাড়াও উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের বিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
