
শাহজাদপুরে শিক্ষকের মানহানির সংবাদ প্রকাশ হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা
মোঃজুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে,শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে মানহানির সংবাদ প্রচার হওয়ায় প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার ১০ই নভেম্বর বেলা ১০টার দিকে বিদ্যালয়ের স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই বিক্ষোভ শুরু করে। পরে তারা বিদ্যালয়ের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় এই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এক ছাত্রীকে শাসন করায়। তার ভাই লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে একটি অভিযোগ দিয়েছিলেন। পরে আমি অভিযোগকারীর সাথে কথা বলে দুঃখ প্রকাশ করায় আমার বক্তব্যে তারা সন্তুষ্ট হয়।
পরে কোন এক সাংবাদিক প্রধান শিক্ষক সাইফুল ইসলামের কাছ থেকে তথ্য নিয়ে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করায়। সেই নিউজ প্রধান শিক্ষক মোঃসাইফুল ইসলাম শেয়ার করে, এতেই বোঝা যায় যে তার ইন্ধনেই আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ঢাকায় থাকায় তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিকরা কোন তথ্য জানতে চাইলে তাদের সেই বিষয়ে তথ্য দেয়াটাই স্বাভাবিক। ছাত্রছাত্রীরা কিছু না বুঝেই বিক্ষোভ করছে, আমি ঢাকা থেকে ফিরে এসে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
