
সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী ও প্রাইভেটকার আটক।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ সদর উপজেলার সাড়টিয়া থেকে ১০৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব -১২’র সদস্যরা। এসময় গাঁজা বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী মাগুড়ার শ্রীপুর থানার হরিন্দী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে নুরুজ্জামান ওরফে কমল (৪৩)। মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সাড়টিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর কোম্পানি কমান্ডার দিপংকর ঘোষ।
দিপংকর ঘোষ বলেন, মাদক দ্রব্য বহন করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চাকায় র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডের একটি টিম। এসময় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চলে গেলে তাকে ধাওয়া করে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় থামানো হয়। প্রাইভেটকারটি তল্লাসি করে ১০৫ কেজি মাদক কারবারী নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়, জব্দ করা হয় প্রাইভেটকারটিও উদ্ধার করেছে RAB।
