
হামলাকারীর বাড়ী থেকে অস্ত্র উদ্ধার সেনাবাহিনী
রিপোর্টার পাবনা: আধুনিক সংবাদ
৩ অক্টোবর, ২০২৪ খ্রী:
পাবনা খ্রীষ্টিয়ান মিশন হাউজে , চার্চের র্পুরোহিত(পাষ্টর)কে ধারালো অস্ত্রো নিয়ে তাড়া করেন এবং খুন করার হুমকি দেন কুষ্টিয়া থেকে খুনের দায়ে পালিয়ে আসা বর্তমান পাবনা অবস্থানরত চার্লস স্বাধীন বিশ্বাস। এবং হামলাকারী স্বাধীন বিশ্বাস এর বাড়ি থেকে চারটি ঢারালো দেশিয় অস্ত্রো উদ্ধার করেন সেনাবাহিনী ।
গত ২৬শে আগষ্ট আনুমানিক বিকাল ৫:৩০ টায় পাবনা সদর খ্রীষ্টিয়ান ব্যাপ্টিষ্ট চার্চ মিশন হাউজে চার্চের পুরোহিত ইসাহাক সরকারকে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করেন চার্লস স্বাধীন বিশ্বাস এবং সেই সময় পাষ্টর ইসাহাক সরকার আত্মরক্ষার্থে নিজ ভবনে দৈড়ে বারান্দার কেঁচি গেট লক আটকিয়ে দোতালায় বাসায় উঠে আত্মরক্ষা করেন। হামলাকারী তাকে নাগাল না পেয়ে নীচ থেকে উচ্চ স্বরে খুনের হুমকি দেন এবং পাবনা মিশন থেকে দ্রুত পাবনা ত্যাগ করার হুমকি ও চাপ সৃষ্টি করেন হামলাকারী স্বাধীন বিশ্বাস। এবং সন্ধ্যা পরে কয়েক জন ভাড়া করা সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মিশন হাউজে হামলা করেন স্বাধীন বিশ্বাস। ফলে এই খবর পেয়ে পাবনা থানার পুলিশের তিন ভ্যান আইন শৃঙ্খলা বাহিনী মিশন হাউজে ঘটনা স্থলে উপস্থিত হয়ে হামলা কারীদের নিয়ন্ত্রণে আনেন।
এই স্বাধীন বিশ্বাস পাবনা খ্রীষ্টিয়ান প্রায় প্রত্যেক মানুষ কেই অত্যাচার করে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি, মানহানি এবং মানসিক যন্ত্রণার মধ্যে শিকার হতে হয়েছে। যা মানব অধিকার ও বৈষম্য বিরোধীতার কাজ করে
আবারও ঠিক পরের দিন ২৭ শে আগষ্ট ২০২৪ খ্রী; বিকেলে হামলাকারী চার্লস স্বাধীন বিশ্বাস মিশন হাউজে ঢুকে খ্রীষ্টিয়ান পরিবারবর্গের বাড়ির গেটগুলোর উপরে লাল পতাকা স্থাপন করে চিন্হিত করেন । এবং ঐ লাল পাতাকা চিন্তিত পরিবার গুলো স্বাধীন বিশ্বাসের ভাড়া করা গুন্ডারা যেন সহজে আক্রমণ ও লুট পাত এবং অত্যচার করতে পারে। এই ভাবে এক বড় ধরনের পরিকল্পিত ভাবে ঐ পরিবারদের ফাঁদে ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চেষ্টা করেন হামলাকারী স্বাধীন বিশ্বাস। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় এক/দের ঘন্টা পরে প্রায় ২০০জন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী দল পাবনা খ্রীষ্টিয়ান মিশন হাউজে হাজির হয় সেই ছাত্র সমন্বয়কারীরা এসে সেনাবাহিনীদের খবর দেয়। তাঁর পরেই খবর পেয়ে মিশন হাউজে উপস্থিত হয় সেনাবাহিনীর।
হামলাকারী স্বাধীন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় , ঐ মুহুর্তে তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু হামলাকারী স্বাধীন বিশ্বাসের বাড়ি থেকে দুটি ধারালো অস্ত্র রামদা ও আরো একটি লম্বা মাথা বাঁকানো ধারালো দেশিও অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনী।
মিশনের সুরক্ষা ও সকল সহযোগিতা করার এবং হামলাকারীর ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্ৰহন করবেন বলে ব্যক্ত করেন সেনাবাহিনী। এর পরে পাবনা সদর থানাতে সাধারণ ডাইরী এবং অভিযোগ করেন চার্চের পাষ্টর ইসাহক সরকার।
কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরে আইন শৃঙ্খলা প্রশাসন ও সেনাবাহিনী এর কোন অতঃপর দেখা যাচ্ছে না।
