

কুষ্টিয়া দৌলতপুরে শির্ষ সন্ত্রাসী নঈম উদ্দীন সেন্টু চেয়ারম্যান এর সন্ত্রাসী সদস্য “সাগর” নারী ও শিশু নির্যাতন মামলায় গেফতার।
———————————————-দৌলতপুর সংবাদাতা : কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শির্ষ সন্ত্রাসী নঈম উদ্দীন সেন্টুর সন্ত্রাসী সদস্য বিভিন্ন মামলার আসামী “সাগর” কে গেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। দৌলতপুর থানার দারোগা কামরুল ইসলাম জানান আসামী “সাগর” নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসমী। কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ থেকে গেফতার করা হয়েছে। আসামী “সাগরের” বিরুদ্ধে মাদক ব্যাবসা,ধর্ষন,জমি দখল, অস্ত্র ব্যবাসা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এদিকে হোসেনাবাদ এলাকার জনগন অভিযোগ করেন “সাগর ” স্বামী পরিত্যক্ত মেয়ে নিয়ে হোটেল ব্যাবসা করে। মথুরাপুর হোসেনাবাদ ফাঁকা মাঠের মধ্যে হোটেল ব্যাবসার নামে মেয়ে নিয়ে অপকর্ম ব্যাবসায় জড়িত সাগর। এলাকাবাসী সাগরের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।