
ব্রাহ্মণপাড়ায় শীতার্ত মানুষ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মাওলানা ওমর ফারুক
সোহেল খান চৌধুরী
মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করাই যে প্রকৃত নেতৃত্ব, তা আবারও প্রমাণ করলেন জননেতা মাওলানা ওমর ফারুক, কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও জিরুইন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম এর মনোনীত কুমিল্লা ৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা ওমর ফারুক গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন এতিমখানা এলাকায় ঘুরে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে জননেতা মাওলানা ওমর ফারুক গৃহহীন পথশিশু ও হতদরিদ্র এতিম শিশুদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে।
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়নর জিরুইন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন আপামর জনসাধারণের দরদি সেবক কুমিল্লার মাটি ও মানুষের আস্থাভাজন নেতা মাওলানা ওমর ফারুক এসময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
জননেতা মাওলানা ওমর ফারুক বলেন, মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

