শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে আবুল হোসেন মেম্বারের নিজস্ব অর্থায়নে শীতার্তদের কম্বল বিতরণ। বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো রিওভাইরাস আইইডিসিআর এই ছবি দেখে এটা স্পষ্ট – কোনো ভাবে আত্মহত্যা হতে পারে না। শহীদ জিয়ার যে চিঠি ৪৬ বছর ধরে আগলে রেখেছেন হোসেনপুরের গিয়াস উদ্দিন। কুষ্টিয়া পুলিশ লাইন থেকে গ্রেপ্তারের পর শনিবার হোসেনপুর জনকল্যাণ সমিতির দিনব্যাপী নানা অনুষ্ঠান। পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ‘আমার স্কুল পরিচ্ছন্ন আমার পরিচ্ছন্ন শহর’। শহর পুড়ে ছারখার – নিয়ন্ত্রণহীন আগুন বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! সুলতানপুর ব্যাটালিয়ন কর্তক অর্ধ কোটি টাকার মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ
Headline
Wellcome to our website...
কুষ্টিয়া পুলিশ লাইন থেকে গ্রেপ্তারের পর
/ ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

কুষ্টিয়া পুলিশ লাইন থেকে গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি

আবদুল্লাহ আল বিন জুবায়ের।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।
জানা যায়, ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাঁকে।
পুলিশের উত্তরা বিভাগের পদস্থ একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও কেউই নিজের পরিচয় দিতে চাননি। তবে তাঁর মধ্যে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনা ঠিক আছে।তবে মামলা নম্বরসহ অন্য বিষয়গুলো আমি জানি না। জেনে বিস্তারিত জানাতে পারব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমপি পুলিশের একটি দল বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার অভিযানে ছিলেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. জব্বার, কনস্টেবল বিল্লাল ও সোহেল।
পরবর্তী সময় কুষ্টিয়া থেকে বুধবার মধ্যরাতে তাঁকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। আজ দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।
তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার কোনো সদস্য নাম-পরিচয় প্রকাশ করে কথা বলতে চাননি। এদিকে, শাহ আলমের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে তাঁর স্ত্রী শাপলা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ‘শাহ আলমের কোনো খোঁজখবর তাঁর কাছে নেই। মোবাইল ফোনও বন্ধ পাচ্ছেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page