

সম্পত্তির লোভে বিয়ে নামক নাটক
(সাংবাদিক দিলীপ কান্তি নাথ) চট্টগ্রাম
সাজিয়েছে বিয়ের নামক প্রতারণার পাদ।সম্পত্তি বলা হচ্ছে এইটি চট্টগ্রামের সুনামধন্য পরিবারের নিষ্পাপ সহজ সরল একটি ছেলেকে বিয়ে করার নামে চলেছিল মেয়েটির পরিবারের দেহ ব্যাবসা নামক বিয়ে।বিয়ের কিছু দিন যেতে না যেতে হামলার শিকার হয় ওই নিষ্পাপ ওই ছেলের পরিবারের একটি মাত্র সন্তান। পরবর্তীতে কৌশলে মা ও পরিবারের ইন্দনে স্বামীর পুরুষাঙ্গে চেপে ধরে আঘাত করে স্বামীকে হত্যা চেষ্টা চালাই ওই টিকটকার মেয়েটি তার চাওয়া ছিল শুধু টাকা। এখন বর্তমানে মেয়েটির স্বামী হত্যার দায়ে মেয়েটি হাজত বাসি হয়ে রয়েছেন।
অভিযুক্ত আসামী ফটিকছড়ির লেলাং নাথ পাড়া বৈকুন্ঠ মহাজন বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
বর্তমানে মানিকছড়ির বাসিন্দা (পিতা স্বপন নাথ মাতা রিখা দেবীর ) দম্পতির মেয়ে (টিক-টকার) নীহারিকা দেবী নিশু (লাবণ্য)/গত ৫/০১/২০২৫ গ্রেফতার হয়ে অদ্যাবধি পর্যন্ত ২/৩ মাস জেল হাজতে বন্দী আছে। এলাকাবাসী উপযুক্ত শাস্তির দাবী করছে ।সুত্রে অন্য লোভী নারীদের সচেতন মূলক নিউজ
বিস্তারিত দেখতে চোখ রাখুন টোয়েন্টি ফোর আওয়াজ টিভির পর্দায়