বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা ভালুকার নিঝুড়ী গ্রামের মোঃ সোহরাব আলী শেখের ইন্তেকাল পৌষ সংক্রান্তি তথা আলন্তি উৎসব ও আমার দুটো কথার স্মৃতিচারণ!!! কালিয়াকৈরে আল-আবরার ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় শীতার্ত মানুষ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মাওলানা ওমর ফারুক CA says MIDA MoU with Sasakawa Foundation to help conserve ocean, protect marine fisheries ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক
/ ২০ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

 

আমান খখন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং এ নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মো. দুলাল (৩৮) কে গ্রেফতার করে। সে বুড়িচং পূর্ণমতি গ্রামের আবদুল বারেকের পুত্র।

র‌্যাব সূএে জানা যায়, গত ৭ জানুয়ারি সকাল ১১টায় কুমিল্লার বুড়িচং পূর্ণমতি গ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে লিজা আক্তার (২৮) কে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. দুলাল পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিয়মিত মাদক সেবন করে। বিভিন্ন সময় ভিকটিম লিজা আক্তার ও তার বাবার বাসা থেকে জোর পূর্বক নেশার টাকা সংগ্রহ করতো এবং নেশার টাকা দিতে না পারলে ভিকটিমের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন আসামী মো. দুলাল ভিকটিম লিজা আক্তারের নিকট থেকে মাদক ক্রয়ের টাকা না পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

উক্ত বিরোধের জের ধরে আসামি তার সন্তানদের সামনে ভিকটিমকে ঘাড় ও তলপেটের বিভিন্ন স্থানে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে আসামি ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page