
অবস্থানগত ভাবে কুষ্টিয়ার ইবি থানার গুরুত্ব অপরিসীম -শেখ ফরিদ উদ্দিন।
মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টর, কুষ্টিয়া।
কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থানার অবস্থানগত দিক দিয়ে গুরুত্ব অপরিসীম। কারণ এই থানার অধীনে রয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়।এই বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সকল কর্মকর্তা শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রী সহ এই থানার জনসাধারণের নিরাপত্তার জন্য ইবি থানা খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি থানার আমি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়ে গর্বিত।গত ২৯শে নভেম্বর সন্ধ্যায় অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন এর কার্যালয়ে “দৈনিক বিশ্ব বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনজের আলী ও দৈনিক বজ্রপাত পত্রিকার ক্রাইম রির্পোটার তাপস সাহার সাথে এক সৌজন্যে সাক্ষাৎকারে উপরোক্ত কথা বলেন। শেখ ফরিদ উদ্দিন আরো বলেন,আমি রাজশাহী পুলিশ রেঞ্জে পূর্বে চাকরি করেছি। সেই কারণে আমি এখানে আসার পূর্বে পাবনা হানডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলাম।আমি গত ২১/১০/২৪তারিখে ৩২তম অফিসার ইনচার্জ হিসাবে ইবি থানায় যোগদান করেছি। তিনি বলেন, কুষ্টিয়ার মাটি ও মানুষ খুবই ভালো। এই থানার মানুষের ভাষা শ্রুতিমধুর।অতিথি সেবা পরায়ন।একেবারে সরল প্রকৃতির।পরিবেশ গত দিক দিয়ে ইবি থানার পরিবেশ খুবই ভালো। শেখ ফরিদ উদ্দিন বলেন, প্রশাসনিক দায়িত্ব একটা বিশাল দায়িত্ব।ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই থানার সকল মানুষের জান-মালের নিরাপত্তার জন্য আমি অভিভাবক সুলভ আচরনের মাধ্যমে চেষ্টা করে যাবো।এই থানা ক্রাইম জোন মুক্ত থাকুক সেই চেষ্টা করে যাবো।এই থানায় যোগদানের পর থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা পুলিশ জনগণের বন্ধু। আমরা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে এই থানার সকল অপরাধ নির্মূল করবো।আপনারা সাংবাদিক আমাদের সহযোগিতা করবেন।তিনি বলেন, ইবি থানা অবকাঠামো গত ভাবে অনেক পিছিয়ে রয়েছে। আশা করি সরকার এই থানার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। যাতে এই থানার সকল পুলিশ সদস্য নিরাপদে থেকে নির্বিগ্নে তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করতে পারে।
