শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
Headline
কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়া হবে বাগমারায় বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীদলের সভাপতি নরসিংদীর শিবপুরে বিএনপিতে বিভক্তি” পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Journalists’ Unity Council (SAOP) to Work for Financial Security of Journalists* বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত! শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে বড়ধুশিয়া ভাই ব্রাদার্সের উজ্জ্বল জয় সীমান্ত হত্যা বন্ধ ও ৫৪ টি নদীর পানির ন্যয্য হিস্যা আদায়ে সরকার কে উদ্যোগ নেওয়ার আহবান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পত্নীতলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
কুমিল্লাবাসী শহীদ জিয়াকে ভুলে নাই খালেদা জিয়াকে ভুলে নাই সমগ্র কুমিল্লাবাসী তারেক রহমানের সঙ্গে আছে: কুমিল্লায় বরকত উল্লাহ বুলু
/ ৭৪ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন

কুমিল্লাবাসী শহীদ জিয়াকে ভুলে নাই খালেদা জিয়াকে ভুলে নাই সমগ্র কুমিল্লাবাসী তারেক রহমানের সঙ্গে আছে: কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। হাসিনাবিরোধী আন্দোলনে যাঁরা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। একটি জাতীয় সরকার গঠিত হবে।
আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বরকত উল্লাহ বুলু এ আহ্বান জানান।
বিকেল ৩টায় বিএনপির কান্দিরপাড়ের কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরকত উল্লাহ বুলু বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য এ দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে রক্ত দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে অতি শিগগিরই নির্বাচন দিতে হবে। কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।
কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা তুলে ধরে বুলু বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর শহীদ জিয়া রণাঙ্গণে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কাউকে খুন করে কিংবা ক্যু করে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেননি।
শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনবার্সন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াছিন।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইফসুফ মোল্লা টিপু।
এ সময় মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, বিএনপিনেতা নিজামুদ্দিন কায়সারসহ কুমিল্লা বিভাগীয় বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শোভাযাত্রায় অংশ নিতে দুপুরের পর থেকে নানা প্রান্ত থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠে কান্দিরপাড় ও এর আশপাশের এলাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page