
পঞ্চগড়ে দৈনিক বগুড়া পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পঞ্চগড় : পঞ্চগড়ে দৈনিক বগুড়া পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বিজয় টিভির জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মজিদ, যুগ্ম আহবায়ক এ্যাড : মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির ১নং সদস্য মোহাম্মদ শাসুজ্জামান বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক,
দৈনিক বগুড়া পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়া পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সফলতা কামনা করেন,এবং
সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান।
এসময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
