
শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐতিহ্য উৎসব ১৪৩১অনুষ্ঠিত।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐতিহ্য উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মক্তমঞ্চে এই উৎসব টি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন ও শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান মিলন।
এ সময় শাহজাদপুর উপজেলার সকল সাংবাদিক ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় গাইবান্ধা থেকে আগত ও শাহজাদপুর রবীন্দ্র থিয়েটারের শিল্পীবৃন্দরা কলঙ্কিনী নাটকটি তারা মঞ্চে ফুটিয়ে তোলেন।
