কুমিল্লায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ট্রাক উদ্ধার
সাইফুল ইসলাম ফাহাদ(স্টাফ রিপোর্টার,কুমিল্লা):-
মঙ্গলবার (২৮ মে ২০২৪) রাত ৯টা ৫৫ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টাটা ট্রাক নং- ঢাকা মেট্টো-ট-১৮-৮৯৮৯ এর চালক তার সিটের পিছনের বক্সের মধ্যে কিছু গাঁজা নিয়ে সুয়াগাজি হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন, এসআই খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স সহ সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা মুখি লেনে চেকপোস্ট করাকালীন সময়ে উল্লিখিত ট্রাকটিকে দেখতে পেয়ে সিগনাল দিলে ট্রাকের চালক সুকৌশলে গাড়িটি রাস্তার ডান পাশে থামিয়েই ট্রাকের দরজা খুলে নেমে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের পিছনের বক্সের মধ্যে একটি বাজারের ব্যাগের ভিতর ৪টি পোটলায় ৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ট্রাকসহ গাঁজা জব্দ করা হয়। এই বিষয়ে ট্রাকের ড্রাইভারকে পলাতক আসামি দেখিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।