গাইবান্ধা উপজেলায় বেসরকারিভাবে জয়ী হলেন দোয়াত কলম প্রতীক চেয়ারম্যান পদক প্রার্থী আমিনুর জামান রিংকু।
মো:জাহিদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক হুইপ মাহাবুবা আরা বেগম গিনি এমপির, সমর্থিত প্রার্থী, আহসান হাবিব রাজিব, তার প্রতীক ছিল (মোটরসাইকেল) ও বর্তমান সংসদ সদস্য সাহ সারোয়ার কবীর এমপির, সমর্থিত প্রার্থী ইস্তেখুর রহমান সরকার তার প্রতীক, ছিলো কাপ (পিরিচ) ও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।আমিনুর জামান রিংকু
(দোয়া কলম) প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রার্থী ইস্তেকুর রহমান সরকার কে, ৫ হাজার ৮৫২ভোটের ব্যবধানে ৫৪ হাজার ৭৯৬ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, আমিনুর জামান রিংকু।এছাড়াও ভাইস চেয়ারম্যান, ৩৭ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন, চশমা প্রতীক নিয়ে, শফিকুল ইসলাম মিলন, ও মহিলা ভাইস চেয়ারম্যান,৯৯ হাজার ৮৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন, পদ্মফুল প্রতীক নিয়ে মোছা:মোরশেদা বেগম, গাইবান্ধা সদরে ১৩টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে প্রার্থী,(৭)জন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী( ৮)জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী,( ৬) জন, প্রতিদ্বন্দ্বী করেন। মঙ্গলবার গাইবান্ধা সদর মধ্যরাতে নির্বাচনী ফলাফল কনফেশনের মাধ্যমে ঘোষণা করা হয়। এতে করে বেসরকারিভাবে নির্বাচিত হন ঘাগোয়া ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান আমিনুর জামান রিংকু,ও সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, একটি পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৬৩টি, মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৫৯৯জন,ও ভোট প্রয়োগ করেন, ১ লাখ ৪৭ হাজার ৪৫১ জন,