

টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং করলেন পুলিশ সুপার, মহোদয়
জিএম আবু জাফর (সাতক্ষীরা জেলা প্রতিনিধি)
গত ২২ জুন পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ পুলিশে সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন,আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি।তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি আরও বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করতে যাচ্ছেন সেই বাহিনীর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। অসংখ্য পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারাও এই গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার হবেন। আপনাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ। সবশেষে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের নিজস্ব অনুভূতি নিয়ে লেখা অনুভূতির অনুরণন, স্মরণিকাটি পুলিশ সুপার মহোদয় সকলের হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আতিকুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং নিয়োগ প্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) ও তাদের অভিভাবকবৃন্দ।