সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
মেট্রোরেলের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
/ ১৭১ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন

মেট্রোরেলের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্বপন
৩০শে জুন ২০২৪ খ্রীষ্টাব্দ

দ্রুত পরিবহন ব্যবস্থা মেট্রোরেল রাজধানীবাসীর যাতায়াতে এনেছে স্বস্তি। এবার প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে, যাতে প্রতিদিন প্রায় ২ লাখ ৪০ হাজার যাত্রী যাতায়াত করছে। বিশেষ করে মেয়েদের জন্য মেট্রোরেল একটি নিরাপদ যান হিসেবে পরিগণিত হয়েছে। মেট্রোরেল চালু হওয়ার পর ঢাকার যানজট অনেকাংশে কমেছে।

তিনি বলেন, ‘রাজধানীর যানজট সহনশীল করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট তৈরি করেছি, এর মাধ্যমে ৬টি রুটে মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে, একটি তো হয়েই গেছে। ইতোমধ্যে আমরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের জন্য সার্ভে শুরু করেছি। আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হেডকোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাব। যাতে দেশের মানুষ দ্রুততম সময়ে যানজটমুক্ত হয়ে চলাচল করতে পারে।’
ভবিষ্যতে ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের ইচ্ছা আছে জানিয়ে সংসদ নেতা বলেন,  মীরসরাই থেকে টেকনাফ পর্যন্ত অনেক শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠবে।
তিনি হতদরিদ্র শব্দ অদূর ভবিষ্যতে আর থাকবে না উল্লেখ করে বলেন, ‘দারিদ্র্যের হার ৪১ থেকে আমরা ১৮ শতাংশে নামিয়ে এনেছি। আর হতদরিদ্র ২৫.৬ থেকে ৫.৬ শতাংশে নামিয়েছি। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না।’
শেখ হাসিনা বলেন ‘অতিমারি-যুদ্ধ সবকিছু মোকাবিলা করেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো, তা কিন্তু এখন আর নেই। সেসব এলাকায় মানুষের দুর্দশা আমাদের চোখে দেখা। এখন আর সেই অবস্থা নেই। এমনকি রংপুরের মানুষ এখন চারবেলা খেতে পায়।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page