

অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে চলছে বৈঠক
নিজস্ব প্রতিবেদকঃ স্বপন
৬ আগষ্ট ২০২৪
সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদলের কথা জানিয়েছে আইএসপিআর৷ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে৷ অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে ডাঃ ইউনূসকে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যপক তানজীমউদ্দীন।
আপনারা যা জানা দরকার
গনআন্দোলনের মধ্য দিয়ে সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাঃ ইউনূসকে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব ঘোষণা করেছে৷
দায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেছেন ডাঃ মুহাম্মদ ইউনূস৷
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷
খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে৷
সোমবার দেশজুড়ে সহিংসতায় শতাধিক প্রাণ হারিয়েছেন৷
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া বার্তায় শান্তি বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেছে৷
তারা বলেছে, ‘‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় স্থানের উপর হামলার খবরে আমরা উদ্বিগ্ন৷ বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সহায়তা অব্যাহত রাখবে৷’’