
কুমিল্লায় র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী ১। আরিফ হোসেন (২৯) কুমিল্লা জেলার বরুড়া থানার ঝলম গ্রামের হাবিবুল্লাহ এর ছেলে, ২। মোঃ সোহাগ মিয়া (২৭) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাচিয়া গ্রামের মোঃ কামাল হোসেন এর ছেলে এবং ৩। মোঃ শাফি (১৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাচিয়া গ্রামের জাকির হোসেন এর ছেলে ।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর (মিস্ত্রি পুকুরপাড়) এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাববসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আাইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

