
স্টাফ রিপোর্টার : নরসিংদী শিবপুর
উপজেলায়,সাংবাদিক পরিচয় দিয়ে আপন ভাই কে লাঞ্চিত
পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে বহাল তবিয়তে!
নিরীহ স্বভাবের বিভারটেক চালক,মারুফ শেখকে
ভূয়া মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ রয়েছে।
শিবপুর উপজেলায় বিভিন্ন অপকর্মের হোতা শেখ মানিক ভূয়া জাল সার্টিফিকেট দিয়ে প্রেস ক্লাব এর সদস্য হয়ে বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে
চাদাবাজি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মারুফ শেখ জানান, দীর্ঘদিন যাবৎ শেখ মানিক তার আপন ভাইয়ের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ
সহ গত ১০/১৫ দিন আগে বেধরক পিটিয়ে আহত করে, মারুফ শেখ, ও তার স্ত্রী কে।
পরে শিবপুর সাস্থ্য কমপ্লেক্স এ বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেন।
এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ কে জানিয়ে
নরসিংদী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে,সিআর মামলা নং, ৯৪০/২৪ইং ধারা, ৪৪৭/৪৪৮/৩৮৫/৩০৭/৪২৭/৩৭৯/৩২৩/৩২৪/৩৫৪/৫০৬(11)ওসি শিবপুর কে তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
১১ইং নভেম্বর, শিবপুর উপজেলায়,
এ বিষয় শেখ মানিক এর কাছে জানতে চাইলে
তিনি এই প্রতিবেদক কে ভিডিও ও নিউজ করলে প্রাণনাশের হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করেন।
