চর রমনণী ইউনয়ন যুবলীগের নেতা সেনাবাহিনীর হাতে আটক।

চর রমনণী ইউনয়ন যুবলীগের নেতা সেনাবাহিনীর হাতে আটক।
মোঃ রাসেল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিল
লক্ষ্মীপুর জেলা ২০নং চর রমণী মোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২নং ওয়ার্ড় ইউপি সদস্য কামরুল সরকার গ্রেফতার হন।
গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সেনাবাহিনী তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার কারে সদর মডেল থানা সপর্দ করেন।
তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে,
বিশেষ করে ২তারিখ এবং ৪তারিখে লক্ষ্মীপুর ছাত্রদের উপর প্রকাশ্যে হামলা সে অংশ গ্রহণ করে ৪তারিখ ছাত্র দের উপ গুলিতে সরাসরি সে অংশ গ্রহণ করে বিভিন্ন ভিডিও ফুটেজের দৃশ্যমান। সে তার নিজ এলাকার তাসের রাজত্ব কায়েম করে। ভূমি দখলসহ টেন্ডার বাজি সব তার নিয়ন্ত্রণ করেন, এই ভাবে সে হাজার কোটি টাকার সম্পদ বুনে যাই, তার গ্রেফতার লক্ষ্মীপুর ছাত্র জনতা স্বস্তি অনুভাব করে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
