
পীরগাছায় বউ শ্বাশুড়ীর মেলা
মোফিদুল ইসলাম সরকার। :
জননী প্রকল্পের মাধ্যমে পীরগাছা উপজেলায় ইটাকুমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বউ শ্বাশুড়ীর অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বউ শ্বাশুড়ীর মেলা অনুষ্ঠিত হয়েছে ।
পীরগাছা উপজেলায় ইটাকুমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জননী প্রকল্প এর সহযোগীতায় বউ-শ্বাশুড়ীর মেলা অনুষ্ঠিত হয়। মূলত,জননী প্রকল্প রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক একটি দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। জননী প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে রংপুর বিভাগে মাতৃ মৃত্যু কমানো এবং বাল্য বিবাহ রোধকল্পে সামগ্রিক প্রচারণায় কাজ করে যাচ্ছে। জননী প্রকল্প টি মূলত KOICA এর আর্থিক সহায়তায়, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে এর কারীগরী সহায়তায় এবং বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।
এই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে, বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন ধরনর সেমিনার, সভা, উঠান বৈঠক, মা -সমাবেশ, কমিউনিটি সেশন, বৌ শ্বাশুড়ী মেলা,মাইকিং, টিভি শো, পথনাটক কমি্উনিটি পযায়ে উপজেলা হেল্থ ও পরিবার পরিকল্পনা বিভাগ এর সহযোগীতায় জননী প্রকল্প বাস্তবায়ন করে আসছে । এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ, ধমীয় নেতা, পুরোহীত, ইয়ূথ লিডার, ওমেন লিডার, এর মাধ্যমে কমিউনিটিতে সজচতনতা মূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে । মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নাজমুল হক সুমন, উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক পরিবার পরিকল্পনা রংপুর মো: সাইফুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রওনক ফেরদৌস, ইউএইচ এন্ড এফডব্লিউসি ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও শিবনারায়ণ কলেজের অধ্যক্ষ মো: ইয়াছিন আলী, পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ সহ জননী প্রকল্পের উপজেলা উপজেলা অফিসার মো: সবুজ মিয়া- অফিসার ক্যাপাসিটি বিল্ডিং, অফিসার- দয়াল চন্দ্র উপস্থিত, অত্র ফ্যাসিলিটির ২৪/৭ মিডওয়াইফ রেহেনা আক্তার উপস্থিত ছিলেন।
সভার সভাপতি মহোদয় মেলা আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন গুরুপ্ত আরোপ করে বলেন- জননী প্রকল্প অত্র উপজেলায় ড্রিম প্রকল্প যা এই ইউনিয়নে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধের জন্য পরিবার পরিকল্পনা বিভাগের সাথে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছে। আপনারা অত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে গর্ভবতী মায়ের ৪ বার সেবা গ্রহন সহ বিনামূল্যে পিএনসি সেবা গ্রহন করবেন। হোম ডেলিভারী রোধে তিনি বলেন অত্র ইউনিয়নে যারা হোম ডেলিভারীর কাজ করেন তা অবৈধ। এটি বন্ধে আপনাদের সচ্চার ভূমিকা পালন করতে হবে। এছাড়াও পরিবারের সচেতনতা, সামাজিক সচেতনতা, ও আইন প্রয়োগ সঠিক সময়ে সঠিক ভাবে নিশ্চিত হলেই হোম ডেলিভারী জিরো হোম ডেলিভারীতে পরিণত করা সম্ভব হবে । উপরোক্ত বিষয়ে সকলকে তিনি এক হয়ে কাজ করার জন্য আহ্বান করেন ।
