
মা ইলিশ রক্ষায় জাজিরায় প্রশাসনের অভিযান: ৪ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
সরকার ঘোষিত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর তীরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার প্রস্তুতির সময় ৪ জন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
